বিনোদনলিড নিউজ

ভিন্নরুপে জাহ্নবী

এবিএনএ: শুরু থেকে ক্যারিয়ারের গ্রাফটা চড়ছেই জাহ্নবী কাপুরের। একের পর এক বড় ব্যানারের ছবি আসছে তার ভান্ডারে। প্রথম ছবি ‘ধড়ক’ হিট। তারপর করণ জোহরের ‘তখত’ ছবিতে অভিনয় করছেন তিনি। তারপর করণের আরও একটি ছবি করছেন জাহ্নবী। এ ছবিতে ভিন্নরুপে হাজির হচ্ছেন তিনি। সেটি ফ্লাইট লেফটেন্যান্ট গুঞ্জন সাক্সেনার বায়োপিক। গুঞ্জন সাক্সেনা হলেন বায়ুসেনার প্রথম নারী পাইলট যিনি চপার উড়িয়েছিলেন।

Share this content:

Back to top button