বাংলাদেশরাজনীতিলিড নিউজ

উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জাকিরের

এবিএনএ : শেখ হাসিনার নেতৃত্বে বিগত দিনগুলোর আওয়ামী লীগ সরকারের উন্নয়নের তথ্যগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। তিনি বলেন, দেশব্যাপী সাধারণ মানুষ যেসব সুযোগ সুবিধা ভোগ করছে এর রুপকার আওয়ামী লীগ সরকার। এই সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে তার সব এদেশের মানুষ মানুষের সামনে তুলে ধরতে হবে। শনিবার পাবনা জেলার সাঁথিয়া উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাকির হোসাইন বলেন, সরকারের উন্নয়ন নিয়ে দেশ বিরোধীরা মানুষের মধ্যে বিভ্রান্ত ছাড়াচ্ছে। সাধারণ মানুষকে তারা ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করছে কিন্তু আমাদের এসব ষড়যন্ত্রকারীর বিরোদ্ধে রুখে দাঁড়াতে হবে। কোনো ভাবেই তাদের পরিকল্পনা সফল হতে দেওয়া যাবে না। মনে রাখতে হবে তারা সফল হলে ব্যর্থ হবে বাংলাদেশ। এ সময় তিনি ছাত্রলীগ নেতাকর্মীকে মাদক বিরোধী আন্দোলনে স্বোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মাদক সেবন শুধু একজন মানুষকে ধ্বংস করে না একটি পরিবার তথা একটি সমাজকে ধ্বংশ করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তুলতে হবে।

সম্মেলনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ছাত্রলীগের সহ-সভাপতি সুপ্রিয়কন্ডু রাজেশ, মিজানুর রহমান, আব্দুল বাছিত গালিব, অর্ণা জামান, দপ্তর সম্পাদক ক্রিড়া সম্পাদক চিন্ময় রায়, পরিবেশ সম্পাদক হাবিবুল্লাহ বিপ্লব উপ-সম্পাদক এ এইচ রনি, সাইদুল ইসলাম, তিলত্তমা শিকদার, সুস্ময় দে, সহ-সম্পাদক পিয়াল হাসান, ঢাবির জগন্নাথ হল ছাত্রলীগের সভাপতি সঞ্জিত দাশ।

Share this content:

Back to top button