আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ

ভবন ভাঙতে ৬ মাস পেল বিজিএমইএ

এবিএনএ : রাজধানীর হাতিরঝিল প্রকল্পে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) বেআইনিভাবে গড়ে তোলা ১৬ তলা ভবন ছয় মাসের মধ্যে ভাঙার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ভবন ভাঙতে তিন বছরের সময় চেয়ে বিজিএমইএর করা আবেদনের শুনানি নিয়ে রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
২০১০ সালের ২ অক্টোবর রাজউকের অনুমোদন ছাড়া বিজিএমইএ ভবন নির্মাণ করা নিয়ে একটি ইংরেজি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। পরে ওই প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডি এইচ এম মুনিরউদ্দিন। প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ৩ অক্টোবর হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। রুলে বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
২০১১ সালের ৩ এপ্রিল রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বিজিএমইএ ভবন অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে বিজিএমইএ। এরপর গত বছরের ২ মে আপিল বিভাগ বিজিএমইএ-এর লিভ টু আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন।
পরে একই বছরের ৮ ডিসেম্বর আপিল বিভাগের ওই রায় রিভিউ চেয়ে আবেদন করে বিজিএমইএ কর্তৃপক্ষ, যা গত ৫ মার্চ খারিজ করেন আপিল বিভাগ। এরপর ভবনটি ভাঙার আগে বিজিএমইএকে তিন বছর সময় দিতে সংগঠনটির পক্ষ থেকে আপিল বিভাগে আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি নিয়েই রোববার আদেশ দিলেন আপিল বিভাগ।

Share this content:

Related Articles

Back to top button