জাতীয়বাংলাদেশলিড নিউজ

জনতার কথা শুনলেন সমাধান দিলেন সাঈদ খোকন

এ বি এন এ : নগর জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ জনগণের মুখোমুখি হয়েছিলেন মেয়র সাঈদ খোকন।

রোববার রাজধানীর পোস্তগোলায় ‘৫৪ নং ওয়ার্ডের সাফল্যের এক বছর’ শীর্ষক এক আলোচনা সভায় নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে জনগণের মুখোমুখি হন মেয়র।

এতে এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন মেয়রের সামনে। মেয়র গুরুত্ব সহকারে সেসব সমস্যার কথা শোনেন এবং সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

১৩৩ নং হোল্ডিং থেকে শুরু করে আশপাশের এলাকার পানিতে দুর্গন্ধের বিষয়টি মেয়রকে জানান এলাকাবাসী। মঞ্চে উপস্থিত ওয়াসা কর্মকর্তাকে মেয়র এই সমস্যা সমাধানের নির্দেশ দেন। ওয়াসা কর্মকর্তা একমাসের মধ্যে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।

আরামবাগ এলাকায় অতিরিক্ত জলাবদ্ধতার কথা জেনে মেয়র আশ্বাস দেন, শিগগিরই সমস্যার সমাধান হবে। প্রয়োজনে নতুন করে পাইপ বসানোর পরামর্শ দেন তিনি।

জানাজার নামাজের জায়গার সঙ্কটের কথা এলাকাবাসী মেয়রকে জানালে তিনি ওয়ার্ড কাউন্সিলরকে ১৫ দিনের মধ্যে জানাযার নামাজের জায়গা বের করে কাজ শুরু করার নির্দেশ দেন।

এলাকায় খেলার মাঠ না থাকার বিষয়টিও মেয়রকে জানান স্থানীয়রা। এ কথা শুনে মেয়র, সভায় উপস্থিত স্থানীয় সংসদ সদস্যকে একটা জায়গা দেয়ার অনুরোধ করে বলেন, আপনি জায়গা দেবেন, আমি আগামী কিছুদিনের মধ্যেই মাঠের ব্যবস্থা করে দেবো। পাশাপাশি সিটি কর্পোরেশনের চিফ হেলথ অফিসারকে জিমের সামগ্রির লিস্ট করে তা সরবরাহ করার জন্য অনুরোধ জানান।

এলাকায় পাবলিক টয়লেট না থাকার বিষয়টি মেয়রকে জানানো হলে তিনি ১০ দিনের মধ্যে চারটি টয়লেট নির্মাণের কাজ শুরু হবে বলে ঘোষণা দেন।

বিভিন্ন সমস্যা সমাধানে মেয়র যেসব প্রতিশ্রুতি দিয়েছেন নির্দিষ্ট সময়ের মধ্যে এসব সমস্যা সমাধান না হলে জনগণকে সরাসরি তার আছে অভিযোগ জানানোর অনুরোধ করেন সাঈদ খোকন।

৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহম্মাদ মসুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- ঢাকা ৪ আসনের সংসদ সদস্য আবু হোসেন বাবলা, ওয়ারি জোনের ডিসি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মাদ বেলাল প্রমুখ।

Share this content:

Related Articles

Back to top button