আমেরিকাবিনোদন

মিস ওয়ার্ল্ড হলেন পুয়ের্তো রিকোর সুন্দরী স্টেফানি

এবিএনএ : ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ পুয়ের্তো রিকোর সুন্দরী স্টেফানি দেল ভ্যালে এ বছরের মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন। ১৯ বছর বয়সী দেল ভ্যালের মাথায় মিস ওয়ার্ল্ড মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ওয়ার্ল্ড স্পেনের সুন্দরী মিরাইয়া লালাগুনা রয়ো।

যুক্তরাষ্ট্রের এমজিএম ন্যাশনাল হারবার রিসোর্টে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ প্রতিযোগিতার জমকালো অনুষ্ঠান হয়।
এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের ইয়ারিৎজা মিগুয়েলিনা রেইয়েস রামিরেজ এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন ইন্দোনেশিয়ার সুন্দরী নাতাশা ম্যানুয়েলা।
মিস ওয়ার্ল্ড হলেন পুয়ের্তো রিকোর সুন্দরী স্টেফানি

নতুন মিস ওয়ার্ল্ড স্টেফানি দেল ভ্যালেকে বরণ করেন গতবারের বিজয়ী স্পেনের সুন্দরী মিরাইয়া লালাগুনা রয়ো- এএফপি

এছাড়া কেনিয়া ও ক্যাত্রিওনার প্রতিযোগীরাও জায়গা করে নেন প্রতিযোগিতার সেরা পাঁচে।

মিস ওয়ার্ল্ড দেল ভ্যালে একজন শিক্ষার্থী যিনি স্প্যানিশ, ইংরেজি ও ফরাসি ভাষায় কথা বলতে পারেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাদামী চোখের এই সুন্দরী জানান, ভবিষ্যতে তিনি বিনোদন জগতেই কাজ করতে চান।

Share this content:

Related Articles

Back to top button