
এবিএনএ: বাগেরহাট খানজাহান আলী (রা:) মাজার এলাকায় ছুরিকাঘাতে তালিম মল্লিক সোহেল (২২) নামে এক যুবক খুন হয়েছেন।
শুক্রবার রাতে রাজা ফকির নামের এক যুবকের সঙ্গে বাকবিতণ্ডার সময়ে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত তালিম মল্লিক বাগেরহাট টেক্সটাইল ভোকেশনাল থেকে এ বছর এসএসসি পাশ করেছিলেন। তিনি খানজাহান আলী (রা:) মাজার এলাকার পান ব্যবসায়ী ইয়াসিন মল্লিকের ছেলে।
নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার তালিম মল্লিক খানজাহান মাজার এলাকায় গেলে তার সঙ্গে রাজা ফকিরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাজা ফকির তাকে একটি চড়ও মারে। ওই ঘটনার সূত্র ধরে শুক্রবার সাড়ে ৭টার দিকে তাদের দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে মাজারের বাবু ফকিরের ছেলে রাজা ফকির।
বাগেরহাট সদর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
Share this content: