জাতীয়বাংলাদেশলিড নিউজ

অরুন্ধতীর বক্তৃতা শুরু ‘আমি আপনাদের জন্য এসেছি’

এবিএনএ: রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ভারতের প্রখ্যাত লেখক অরুন্ধতী রায়ের বক্তৃতা শুরু হয়েছে। সন্ধ্যা পৌনে সাতটায় অনুষ্ঠান শুরু হয়। ছবিমেলার আয়োজনে অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালক প্রখ্যাত আলোকচিত্রী ড. শহীদুল আলম জানতে চান কেন ঢাকায় এসেছেন অরুন্ধতী। জবাবে তিনি বলেন, আমি এসেছি আপনার জন্য। এখানে যারা আমাকে শুনতে এসেছেন তাদের জন্য। সন্ধ্যায় ছয়টা এ অনুষ্ঠান শুরুর কথা ছিল। তবে অনুমতি বিভ্রাটের কারণে তা কিছুটা দেরিতে শুরু হয়। এজন্য পূর্ব ঘোষণা অনুযায়ী অতিথিদের অনুষ্ঠানস্থলের বাইরে অপেক্ষায় থাকতে হয়।

Share this content:

Back to top button