আন্তর্জাতিকলিড নিউজ

ন্যাটোয় ইউক্রেন যোগ দিলে বিশ্বযুদ্ধ, রাশিয়ার হুঁশিয়ারি

এবিএনএ: মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় ইউক্রেন যোগ দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। এমনই সতর্কবার্তা দিয়েছেন রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেকজান্ডার ভেনেডিক্টভ। আজ বৃহস্পতিবার আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সিকে সাক্ষাৎকার দিয়েছেন আলেকজান্ডার ভেনেডিক্টভ। তিনি বলেন, কিয়েভ ভালো করেই অবগত এ ধরনের পদক্ষেপের অর্থ তৃতীয় বিশ্ব যুদ্ধ নিশ্চিত। আপাতদৃষ্টিতে তথ্যগত গোলমাল করে আবারও নিজেদের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করছে ইউক্রেন।

সম্প্রতি ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত চারজন নিহত হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাশিয়া অন্তত আটজনকে আটক করেছে। সেতুতে হামলার প্রতিশোধ নিতে ইউক্রেনে গত সোমবার থেকে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৯ ইউক্রেনীয় নিহত হয়েছে। আহত শতাধিক। এমন প্রেক্ষিতে ইউক্রেনকে আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিজ্ঞা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মিত্রদেশগুলোও ইউক্রেনকে একই অস্ত্র দেবার ঘোষণা দেয়।

Share this content:

Related Articles

Back to top button