এবিএনএ : বুড়ো আঙুলের গঠনের মধ্যেই লুকিয়ে রয়েছে ব্যক্তিত্ব এবং ভাগ্য। বুড়ো আঙুলের নমনীয়তা পরীক্ষা করেই তা বোঝা যায়। এটা পরীক্ষা করতে হলে প্রথমে যে কোনও হাতের বুড়ো আঙুলকে শিথিল করুন। এ বার অন্য হাত দিয়ে বুড়ো আঙুলের ডগাটি ধরে বৃত্তাকারে ঘোরান।
বাধাহীনভাবে আঙুলটিকে ঘোরানো গেলে এবং পিছন দিকে ঠেললে আঙুলে ডগা পিছন দিকে বেঁকে গেলে বুঝতে হবে আপনার বুড়ো আঙুল নমনীয়। স্বচ্ছন্দে ঘোরানো না গেলে এবং পিছনের দিকে না বাঁকলে বুঝবেন আঙুল অনমনীয়।
আঙুল নমনীয় হলে বুঝতে হবে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে আপনি সহজেই মানিয়ে নিতে পারেন। উদ্বেগ বা উত্তেজনা আপনাকে চট করে কাবু করতে পারে না। আপনি সহজেই মানুষের মন জয় করে নিতে সক্ষম। বিপদে-আপদে পরিচিতজনেরা যে আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত। তাদের সাহায্যেই সহজেই সাফল্যের শিখর স্পর্শ করতে পারবেন। খরচ-খরচার ব্যাপারে আপনি উদার।
বুড়ো আঙুল অনমনীয় হলে বুঝতে হবে আপনি রক্ষণশীল এবং গোপণতাপ্রিয় স্বভাবের। চট করে অন্য মানুষের পরামর্শ বা সাহায্য আপনি গ্রহণ করতে পারেন না। নিজের লক্ষ্য পূরণের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলতেও প্রস্তুত থাকেন। এবং সেই কারণেই অনেক সময়ে বন্ধুবান্ধবরা আপনাকে একগুঁয়ে আখ্যা দেন। জীবনকে খুব সহজভাবে নেয়া আপনার ধর্ম নয়। কোনও রকম আঘাত আপনাকে সাময়িকভাবে কাবু করে ফেলে ঠিকই কিন্তু নিজের মানসিক দৃঢ়তার জোরে সেই পরিস্থিতি নিজে থেকেই কাটিয়ে ওঠেন।