এ বি এন এ : প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে মানুষ কত কিছুই না করে। এই যেমন ২০০১ সালে এক জাপানি ৭ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে ‘ম্যারি মি’ ফুটিয়ে তুলে বিশ্ব রেকর্ড গড়েন। এবার বিয়ের প্রস্তাব দিয়ে খবরের শিরোনাম হলেন গ্যারেথ বেল। তবে ওয়েলস তারকা যেটা করলেন সেটা ইচ্ছা থাকলেও সবার পক্ষে সম্ভব নয়। কারণ এ কাজে সাধ এবং সাধ্য দু’টাই দরকার। ওয়েলসের একটি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশুনা করার সময় থেকেই এমা রাইস জোন্সের সঙ্গে প্রেম। এরপর দু’জন এক ছাদের নিচে বাস করছেনও অনেক দিন ধরে। দু’জনের ঘর আলো করে জন্ম নিয়েছে দু’টি কন্যা সন্তানও। একজনের বয়স ৩ বছর। অন্য সন্তানের জন্ম চলতি বছরের মার্চে। তারপরও নানা কারণে বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়নি। কিছুদিন আগেই দু’জন বাগদান সেরে সম্পর্কটা আনুষ্ঠানিক রূপ দিয়েছেন। তার আগে রাইসকে প্রস্তাব দেওয়ার জন্য অভিনব এক পন্থা অবলম্বন করেছেন বেল। তবে এটা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। পর্যটকদের তীর্থ স্পেনের ইবিজা দ্বীপের ৯০০ মিটার উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত আরেকটি দ্বীপ তোগোমাগো। ব্যক্তিমালিকানাধীন ওই দ্বীপে সবার প্রবেশের সুযোগও নেই। প্রেমিকাকে প্রস্তাব দেওয়ার জন্য সেটিই এক সপ্তাহের জন্য ভাড়া নিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। একই সঙ্গে নিজের ২৭তম জন্মদিনও উদ্যাপন করেছেন স্পেনের দ্বীপটিতে। আগেই বলা হয়েছে, শুধু সাধ থাকলে হবে না, সাধ্যও থাকতে হবে। কারণ এই দ্বীপটি ভাড়া নিতে বেলকে গুণতে হচ্ছে ৩ লাখ ৮০ পাউন্ড (প্রায় ৪ কোটি টাকা)। চ্যাম্পিয়নস লিগ জেতানোর জন্য রিয়াল থেকে বোনাস হিসেবে ছয় লাখ ইউরো পেয়েছেন। তাছাড়া তিন বছর আগে টটেনহাম হটস্পার থেকে রেকর্ড ১০ কোটি ইউরো ট্রান্সফার ফিতে রিয়ালে যোগ দেওয়া নিজের উপার্জনও তো কম নয়। বেল তাই টাকাটা খরচ করতে দ্বিধা করেননি। প্রেমিকাকে প্রস্তাব দেওয়া নিয়ে কথা!