এবিএনএ : সদ্য শেষ হওয়া টি ২০ বিশ্বকাপের সেরা স্কোয়াড ঘোষণা করেছে আইসিসি।
সোমবার ঘোষিত এই দলে একমাত্র বাংলাদেশী খেলোয়াড় হিসেবে স্থান করে নিয়েছেন বিস্ময় পেসার মুস্তাফিজুর রহমান। তবে তাকে রাখা হয়েছে দ্বাদশ খেলোয়াড় হিসেবে। ইনজুরির কারণে এই বিশ্বকাপে মুস্তাফিজ মাত্র ৩টি ম্যাচ খেলার সুযোগ পান। এতেই তিনি তার জাত চিনিয়ে ৯ উইকেট তুলে নেন। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজ ২২ রানে তুলে নেন ৫ উইকেট।
এটি এই বিশ্বকাপের সেরা বোলিং ফিগার। তিনি ছাড়া অস্ট্রেলিয়ার জেমস ফকনার শুধু ৫ উইকেট পেয়েছেন, পাকিস্তানের বিপক্ষে। ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে সেরা একাদশে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের দু’জন এবং রানারআপ ইংল্যান্ডের তিনজন সুযোগ পেয়েছেন। ভারত থেকে কোহলি এবং পেসার আশিষ নেহেরা সুযোগ পেয়েছেন। বিস্তারিত আসছে…