আমেরিকালিড নিউজ

করোনা তাণ্ডব; যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ঘরোয়াভাবে উদযাপনের আহ্বান

এবিএনএ : ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ২৪৪তম স্বাধীনতা দিবস। এবার দিবসটি ব্যাপক সমাবেশের পরিবর্তে ঘরে ঘরে পারিবারিক আমেজে উদযাপনের আহবান জানানো হয়েছে। করোনাভাইরাসের তাণ্ডব পুনরায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় চিকিৎসা বিজ্ঞানীরা আমেরিকানদের অনুরোধ জানিয়েছেন অযথা বিপদ ডেকে না আনতে।

জাতীয়ভিত্তিক সকল টিভিতে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান হবে এবং তা থেকেই এই স্বাধীনতা অর্জনে প্রাণ উৎসর্গকারীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার সুযোগ থাকবে।

উল্লেখ্য, গত দেড় সপ্তাহ থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং মধ্য আমেরিকার ৩২টি স্টেটে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় আগের মত বিপুল উৎসাহে বহু লোক সমাগম ঘটিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হলে করোনার সংক্রমণ আরো বাড়বে।

Share this content:

Related Articles

Back to top button