লাইফ স্টাইললিড নিউজ

মিটফোর্ডে বিনামূল্যে নাক কান গলা অপারেশন করবেন বিদেশি চিকিৎসক

এবিএনএ: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে স্বনামধন্য বিদেশি চিকিৎসকরা বিনামূল্যে নাক, কান, গলার অপারেশন করবেন। মিটফোর্ড হাসপাতালের নাক, কান, গলা বিভাগের উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয়েছে।আগ্রহী রোগীরা আগামী ২০ জানুয়ারির মধ্যে যোগাযোগ করতে পারবেন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের রেজিস্ট্রার (ইএনটি) ডা. মো. শাহারিয়ার ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, যাদের নাক বাঁকা ও বোঁচা নাক তারা বিনামূল্যে অপারেশনের সুযোগ পাবেন। এছাড়া এন্ডোসকপির মাধ্যমে নাকের পলিপ, নাকের টিউমার, পিটুইটারি টিউমার, কানের টিউমার, গলার ক্যান্সারের অপারেশন বিনামূল্যে করা হবে।

বিদেশি চিকিৎসকরা হলেন- ডা. সতিশ যেইন, পরিচালক, যেইন ইএনটি হাসপাতাল, জয়পুর (ভারত) ডা. সুদিপ্ত চন্দ্র, কলকাতা (ভারত), ডা. আদিত্তিয়া ইয়ালকার, পুনে (ভারত)।

যোগাযোগের ঠিকানা

ডা. মো. রাফিউল আলম, রেজিস্ট্রার (ইএনটি), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা, মোবাইল নম্বর- ০১৭২৪-৪৭৭৯০৯।

Share this content:

Related Articles

Back to top button