এবিএনএ : স্বাধীনতাযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৫তম বার্ষিকীতে স্মারক ডাক টিকেট ও খাম অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে শুক্রবার সকালে পাঁচটি স্মারক ডাক টিকেট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন তিনি।
এই স্মারক ডাকটিকেটগুলোর দাম ঠিক করা হয়েছে তিন টাকা, সাত টাকা, ১০ টাকা, ১২ টাকা ও ১৬ টাকা। দুটি উদ্বোধনী খামের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা করে। এদিন দুটি ডেটা কার্ড ও স্যুভেনিরও উন্মুক্ত করেন প্রধানমন্ত্রী।