আমেরিকালিড নিউজ

যুক্তরাষ্ট্রে ৪০ লাখ লোক মারা যেতে পারতো : ট্রাম্প

এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে ২০ থেকে ৪০ লাখ লোক মারা যেতে পারতো। গতকাল সোমবার তিনি এ কথা বলেন।

তবে ট্রাম্প বলেন, করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু দেড় লাখ ছাড়িয়ে যেতে পারে। স্পেকট্রাম নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন এই প্রেসিডেন্ট আরও বলেন, আমরা ভালো কাজ করেছি এবং এখন দেশকে পুনরায় আগের মত ফিরিয়ে আনতে চাই। সেইসঙ্গে ট্রাম্প বলেন, আমরা সুরক্ষার জন্য সব সময় চিন্তিত থাকি। আমরা এই ভাইরাস থেকে পরিত্রাণ চাই।

১৬ মার্চ ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একটি প্রতিবেদনে পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে যেতে পারে যদি ব্যবস্থা না নেয়া হয়।এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে মারা গেছেন ৪২৫ জন। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়ালো।

Share this content:

Back to top button