বিনোদন

লাইভ শোতে মডেলের বুকে চুমু

এবিএনএ : লাইভ গেম শো চলাকালে মডেলের বুকে চুমু দিয়েছেন অনুষ্ঠানের সঞ্চালক। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ফ্রান্সে।
ফরাসি লাইভ টিভি গেম শো টিপিএমপি বেশ জনপ্রিয় অনুষ্ঠান। ঘটনার দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরাসি মডেল সোরোয়াকে। আলোচিত মার্কিন রিয়েলিটি তারকা কিম কারদেশিয়ানের চেহারার সঙ্গে তার সাদৃশ্য রয়েছে। যৌনাবেদনের জন্য কিমের মতোই আলোচিত সোরোয়াকে।

ভিডিওতে দেখা গেছে, অনুষ্ঠানের এক পর্যায়ে সঞ্চালক জ্যাঁ মিচেল মায়রে সোরোয়াকে বলেন, তিনি তার থুতনিতে চুমু দিতে চান। কিন্তু সোরোয়া নিষেধ করেন। এরপরই কোনও রকম অনুমতি না নিয়ে মিচেল চুমু দিয়ে দেন সোরোয়ার বুকে। ঘটনার আকস্মিকতায় দৃশ্যতই বিব্রত ও অস্বস্তিতে পড়ে যান অভিনেত্রী।

ঘটনার পরই দর্শকরা তীব্র নিন্দায় সরব হন। এ চুমুকে যৌন হয়রানি দাবি করে সামাজিকমাধ্যমে শুরু হয়েছে  তুমুল নিন্দা।

পরিস্থিতি সামাল দিতে ফরাসি রেডিয়ো ও টেলিভিশন নিয়ন্ত্রক সংস্থা কাউন্সিল অফ অডিওভিজুয়াল ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

সেই চুমু কেলেঙ্কারির ভিডিও

https://youtu.be/qlD2hjl93kg?t=1

Share this content:

Back to top button