এবিএনএ : আফগানিস্তান থেকে যুদ্ধ শেষ করে যুক্তরাষ্ট্রের চলে যাওয়াকে অনেকেই যুক্তরাষ্ট্রের ‘পরাজয়’ হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের সমালোচনা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য সফল হয়েছে।
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিতে গিয়ে পেন্টাগনের সঙ্গেই জো বাইডেনের ‘মতানৈক্য’ প্রকাশ্যে চলে এলো। ৯/১১ ঘটনার পর মূলত আল কায়েদাকে সমূলে বিনাশ করতে আফগানিস্তানে সেনা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই উদ্দেশ্য সফল হয়েছে বলেই দাবি করলেন জো বাইডেন। এদিকে, সম্পূর্ণ ভিন্ন মতই প্রকাশ পেল পেন্টাগনের বক্তব্যে।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জো বাইডেন বলেন, ‘আফগানিস্তানে আর আল কায়েদা নেই। ওখানে সেনা রেখে কী হবে? আমরা ওখানে সেনা পাঠিয়েছিলাম মূলত আল কায়েদা ও ওসামা বিন লাদেনকে শেষ করতে। আমাদের সেই উদ্দেশ্য সফল হয়েছে।’ ঠিক তার কয়েক ঘণ্টা পরই পেন্টাগনের পক্ষ থেকে বিবৃতি জারি করে ওই দপ্তরের কর্মকর্তা জন কিরবি বলেন, ‘আফগানিস্তানে এখনও আল কায়েদা আর আইসিস রয়েছে। অনেক দিন ধরেই আমরা তা বলে যাচ্ছি। তবে আগের মতো আর সংগঠনিক জোর নেই তাদের।’
গত বছর দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে যে চুক্তি হয়েছিল তাতে ওয়াশিংটনের স্পষ্ট শর্ত ছিল, আল কায়েদার সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করতে হবে তালেবান নেতৃত্বকে। বিশেষজ্ঞরা মনে করেন, ওই শর্তে তালেবান নেতৃত্ব সায় দেওয়ায় আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।
Share this content: