আমেরিকা
বাংলাদেশি নারীকে ছুরিকাঘাত

এ বি এন এ : জ্যামাইকা হিলে বাংলাদেশি এক নারীর বুকে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, (স্থানীয় সময়) বুধবার রাত ৯টায় কুইন্সের ১৬০, নরমেল রোডের কাছে ৬০ বছর বয়সের এক নারীকে বুকে ছুরিকাঘাত পাওয়া অবস্থায় উদ্ধার করা হয়। জানা যায়, তার নাম নাজমা খানম।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগের মুসলিম কমিউনিটির টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়, নিহত নাজমা খানম তাদের সদস্য পিও কবীরের স্ত্রী।
পুলিশ জানায়, নিজ বাসা থেকে কয়েক ব্লক দূরে গুরুতর আহত অবস্থায় নাজমা খানমকে জ্যামাইকা হাসপাতালে নেয়া হয়। কিন্তু নারীটিকে হয়ত বাঁচানো সম্ভব হবে না বলে মত প্রকাশ করেছে পুলিশ। এই ঘটনায় বুধবার রাত পর্যন্ত কাউকে আটক করতে পারেনি নিউ ইয়র্ক পুলিশ। এই বিষয়ে এখনও তদন্ত চলছে। সিবিএস নিউজ ও ডেইলি নিউ ইয়র্ক।
Share this content: