আন্তর্জাতিকলিড নিউজ

‘বলিভিয়ায় শিগগিরই নির্বাচন হবে’

এবিএনএ: বলিভিয়ার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট জিয়ানিন আনেজ রবিবার বলেছেন, তিনি খুব শিগগিরই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। ইভো মোরালসের পদত্যাগের এক সপ্তাহ পরও দেশটির প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে তিনি এমন ঘোষণা দিলেন।

পুন:নির্বাচনে জয় পেতে গত ২০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে জালিয়াতি করায় বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট মোরালেসকে অভিযুক্ত করার পর দেশটিতে অস্থিরতা ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে তিনি গত রোববার পদত্যাগ করেন এবং নিরাপত্তা বাহিনীর সমর্থন হারানোর পর মেক্সিকোতে পালিয়ে যান। সিনেটের সাবেক ডেপুটি স্পিকার আনেজ (৫২) মঙ্গলবার নিজেকে বলিভিয়ার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন। মোরালেস সরকারের অনেক মন্ত্রীও পদত্যাগ করেন।

Share this content:

Back to top button