এ বি এন এ : বলিউডের পর হলিউড দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া। শোনা যাচ্ছে, বন্ড গার্ল হিসেবে এবার দেখা যেতে পারে তাদের একজনকে।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জেমস বন্ড সিরিজের পরবর্তী কিস্তিতে অভিনয়ের অডিশন দিয়েছেন প্রিয়াঙ্কা এবং দীপিকা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে পরবর্তী বন্ড সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কা অথবা দীপিকাকে।
দীপিকা এখন ব্যস্ত এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজসিনেমার শুটিং নিয়ে। এরপর তার হাতে কোনো হলিউড প্রজেক্ট নেই। শোনা যাচ্ছে, টম ক্রুজের বিপরীতে দ্য মামি সিনেমায় অভিনয়ের জন্যও অডিশন দিয়েছেন দীপিকা।
অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া এখন ব্যস্ত বেওয়াচ সিনেমার শুটিং নিয়ে। পাশাপাশি ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের কাজও করছেন তিনি।
জেমস বন্ড সিরিজের সর্বশেষ সিনেমা স্পেকটার মুক্তি পায় ২০১৫ সালে। সিনেমায় জেমস বন্ড হিসেবে দেখা গিয়েছিল ড্যানিয়েল ক্রেগকে। পাশাপাশি বন্ড গার্লের ভূমিকায় ছিলেন লিয়া সেদু এবং মনিকা বেলুচ্চি।
এদিকে ড্যানিয়েল ক্রেগ আর জেমস বন্ড সিনেমায় অভিনয় করবেন না বলে জানিয়েছেন। তাই পরবর্তী জেমস বন্ড সিনেমায় দেখা যাবে নতুন বন্ডকে। সঙ্গে দীপিকা বা প্রিয়াঙ্কা থাকবেন কিনা সেটিই এখন দেখার বিষয়।