এবিএনএ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন চৌধুরীসহ নেতারা। আজ দুপুর দেড়টার দিকে তারা টুঙ্গিপাড়ায় পৌঁছেন। আজ সোমবার সকালে তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। তারা বিভিন্ন ব্রিজের টোল ও ফেরির ভাড়াসহ পথের সব খরচ নিজ দায়িত্বে পরিশোধ করেছেন বলে জানা গেছে। সোমবার সকালে ফরিদপুর–৪ আসনের দুই বারের সফল সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন চৌধুরী কাঠালবাড়ি ফেরিঘাটে গেলে তাকে শিবচর, চরভদ্রাসন, ভাঙ্গা, সদরপুর, ফরিদপুরের হাজার হাজার নেতাকর্মী স্বাস্থ্য বিধি মেনে ফুলের শুভেচ্ছা জানাতে ঘাটে উপস্থিত হন৷
Share this content: