বিনোদন

শাহরুখ খানের শুটিং দুর্ঘটনা: গুরুতর চোটে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন, সিনেমা স্থগিত

‘কিং’ সিনেমার শুটিংয়ে আহত শাহরুখ খান, আপাতত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে, বন্ধ হয়েছে সিনেমার সব শিডিউল

এবিএনএ: বলিউড সুপারস্টার শাহরুখ খান নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই অ্যাকশনধর্মী সিনেমার একটি ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয়ের সময় শাহরুখের পেশিতে আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে দ্রুত যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য।

ঘটনাটি ঘটে মুম্বাইয়ের একটি বিখ্যাত স্টুডিওতে। তবে শাহরুখের পক্ষ থেকে বা তাঁর টিমের কেউ এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। জানা গেছে, আগে থেকেই পেশির সমস্যায় ভুগছিলেন শাহরুখ। এবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শাহরুখের চোট গুরুতর হওয়ায় অন্তত দুই মাস তিনি কোনো শুটিং করতে পারবেন না। এই পরিস্থিতিতে ‘কিং’ সিনেমার চলতি শিডিউল বাতিল করা হয়েছে। ফিল্ম সিটি, গোল্ডেন টোব্যাকো এবং ওয়াইআরএফ স্টুডিওতে নির্ধারিত দৃশ্যধারণ আপাতত স্থগিত রাখা হয়েছে।

শাহরুখের সুস্থতা পর্যন্ত সিনেমার শুটিং পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রযোজনা সংস্থা মারফ্লিক্স এন্টারটেইনমেন্ট ও রেড চিলিজ। সিনেমার কাজ আবার শুরু হতে পারে ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষ দিকে বা অক্টোবরের মাঝামাঝি সময়ে।

‘কিং’ সিনেমায় শাহরুখ খান অভিনয় করছেন এক আন্ডারওয়ার্ল্ড ডনের ভূমিকায়। তাঁর সঙ্গে প্রথমবার বড়পর্দায় দেখা যাবে মেয়ে সুহানা খানকে, যিনি ছবিতে ডনের শিষ্যের চরিত্রে অভিনয় করছেন। ছবিতে আরও থাকছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি ও অভিষেক বচ্চন। সিনেমার উল্লেখযোগ্য অংশ ইউরোপে শুটিং হবে বলেও জানা গেছে।

এ বছরের মে মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। ধারণা করা হচ্ছে, ‘কিং’ মুক্তি পাবে ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের শুরুতে। এ সিনেমার পর শাহরুখ আবারও YRF স্পাই ইউনিভার্স-এ ‘পাঠান-২’ দিয়ে ফিরবেন বলে নিশ্চিত করেছেন ঘনিষ্ঠ সূত্র।

শাহরুখের দ্রুত সুস্থতা কামনা করছে তাঁর ভক্তরা এবং বলিউড অঙ্গন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button