আমেরিকালিড নিউজ

ফোনালাপে পুতিনকে সতর্ক করলেন বাইডেন

এবিএনএ : ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়া থেকে চালানো সাইবার আক্রমণ বন্ধে ‘প্রয়োজনীয় যেকোনো ধরনের পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র। শুক্রবার প্রায় এক ঘণ্টা সময় ধরে ফোনে আলাপ করেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট। এরপর এক সাংবাদিক জো বাইডেনকে জিজ্ঞাসা করেন, রাশিয়া ফল ভোগ করবে কি না? জবাবে বাইডেন বলেন, ‘হ্যাঁ’। কিন্তু যুক্তরাষ্ট্রে রাশিয়া বারবার সাইবার-আক্রমণ চালায় বলে যে অভিযোগ করা হয় রাশিয়া তা বরাবরই অস্বীকার করে আসছে।

গত মাসে জেনেভায় সরাসরি সাক্ষাৎ করেন জো বাইডেন ও ভ্লাদিমির পুতিন। তারপর কিছুদিন পরই ফোনালাপে কথা বললেন বিশ্বের প্রভাবশালী দুই নেতা। চলতি মাসে সাইবার হামলায় যুক্তরাষ্ট্রের ১৫০০টি কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়। এই হামলা চালানো হয়েছিল ‘র‌্যানসমওয়ার’ দিয়ে। অর্থাৎ এমন একটি ভাইরাস দিয়ে আক্রমণ চালানো হয়েছিল যাতে মুক্তিপণ না দেয়া পর্যন্ত কম্পিউটার ব্যবহারকারী তার কম্পিউটার ব্যবহার করতে পারে না। এই হামলার জন্যও রাশিয়ার দিকে আঙ্গুল তুলেছিল যুক্তরাষ্ট্র।

ফোনালাপের পর জো বাইডেন বলেন, ‘আমি রাশিয়ার প্রেসিডেন্টকে পরিষ্কার জানিয়েছি। যখন তাদের ভূখণ্ড থেকে আক্রমণ চালানো হয় সেটি যদি রাষ্ট্র কর্তৃক না চালানোও হয়ে থাকে তবে তারা যেন তথ্য দিলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।’

ফোনালাপের পর ভ্লাদিমির পুতিনের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তথ্য সংক্রান্ত সব অপরাধ দমনে যৌথভাবে কাজ করতে রাশিয়া সবসময় প্রস্তুত। কিন্তু গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষ থেকে আমরা কোনো অনুরোধ পায়নি। কিন্তু যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা রাশিয়ার এই দাবি নাকচ করেছেন। সংবাদ সংস্থা এএফপিকে তিনি বলেছেন, ‘পদক্ষেপ নিতে বহুবার তাদের অনুরোধ করা হয়েছে।’

Share this content:

Related Articles

Back to top button