জাতীয়বাংলাদেশলিড নিউজ

ফরিদপুরে ঘূর্ণিঝড়ে নিহত ৫

এ বি এন এ : ফরিদপুর সদর উপজেলায় ঘূর্ণিঝড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন প্রায় শতাধিক। ঘূর্ণিঝড়ে কয়েকটি গ্রামের বসত ঘর, গাছপালা উপড়ে পড়েছে। এছাড়া ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে ফরিদপুর শহরতলির গেরদা ইউনিয়নের এ ঘূণিঝড় হয়।

ঘূর্ণিঝড়ে নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বিরেন শিকদার, আকাশ, চান মিয়া ও হযরত আলী । তবে একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, ঘূণিঝড়ে গেরদা ইউনিয়নের বাখুন্দা গ্রামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। নিহতরাও ওই গ্রামের।

এছাড়া ঘূর্ণিঝড়ে শরিফ স্পিনিং মিল ও জুবাইদা করিম স্পিনিং মিলের শেড ভেঙে বেশ কিছু শ্রমিক আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে কমপক্ষে ওই মিলের ৩ জন শ্রমিক রয়েছে।

Share this content:

Back to top button