এ বি এন এ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
সোমবার বেলা ১২টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ে তারা বৈঠকে বসেন। বেলা ১২টা ১০ মিনিটে সেখানে পৌঁছান জন কেরি। এ সময় প্রধানমন্ত্রী নিজেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।
এর আগে তিনি রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথমবারের মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন।