খেলাধুলা

ইংল্যান্ডেক হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

এবিএনএ : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ড নারী দলকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করলো অস্ট্রেলিয়ার নারীরা।
দিল্লির ফিরোজ শাহ কোটলায় স্টেডিয়ামে ইংলিশ নারীদের ৫ রানে হারিয়েছে ফাইনালের পথ সুগম করে অজিরা।

আগে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে। জবাবে, ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১২৭ রানে থেমে যায় ইংলিশদের ইনিংস।

অজিদের হয়ে ওপেনিং জুটি থেকে দুই ওপেনার অ্যালিসা ও এলিস ভিলানি ৪১ রান তুলে নেন। ১৫ বলে ৫টি চারের সাহায্যে ২৫ রান করে বিদায় নেন অ্যালিসা। আর ১৯ রান করে আউট হন ভিলানি।

তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে দলপতি মেগ ল্যানিং করেন ইনিংস সর্বোচ্চ ৫৫ রান। ৫০ বল মোকাবেলা করে অজি এই ব্যাটার ৬টি বাউন্ডারিতে তার ইনিংস সাজান। এছাড়া, পেরি ১০ ও ব্লাকওয়েল ১১ রান করেন।

১৩৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দারুণ ব্যাট করেন ওপেনার এডওয়ার্ডস ও বেয়ামন্ট। উদ্বোধনী জুটি থেকেই তারা তুলে নেন ৬৭ রান। ৩১ রান করে বিদায় নেন দলপতি এডওয়ার্ডস। আর ৩২ রানে বিদায় নেন বেয়ামন্ট।

তিন নম্বরে নামা সারাহ টেইলর করেন ২১ রান। ইংলিশ মিডলঅর্ডার খেই হারিয়ে ফেললে আর কোনো ব্যাটার দলকে জয়ের জন্য মাঝারি মানের ব্যক্তিগত স্কোরও এনে দিতে পারেননি।

২০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ডকে থেমে যেতে হয় ১২৭ রানে।

Share this content:

Related Articles

Back to top button