এবিএনএ : বাংলাদশে পুলশিরে উপ-মহাপরর্দিশক (ডআিইজ) ও অতরিক্তি উপ-মহাপরর্দিশক (অতরিক্তি ডআিইজ)ি পদ র্মযাদার ১২ র্কমর্কতাকে বদলি করা হয়ছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পুলিশ বাহিনীর উচ্চ পর্যায়ে এই পরিবর্তনের কথা জানানো হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসানকে বরিশাল রেঞ্জে পাঠানো হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মাইনুল হাসানকে পিবিআইর অতিরিক্ত ডিআইজি এবং ঢাকা পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. জহিরুল ইসলাম ভূঁইয়াকে সিআইডির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
সিআইডির অতিরিক্ত ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানীকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।
পিআইবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল কালাম আজাদকে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার করা হয়েছে।
পিআইবির আরেক অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব আলমকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ডেন্ট (অতিরিক্ত ডিআইজি) করে পাঠানো হয়েছে। রংপুর পিটিসির কমান্ডেন্ট শেখ ওমর ফারুককে পাঠানো হয়েছে খুলনা পিটিসিতে একই পদে।
খুলনা পিটিসিতে কর্মরত অতিরিক্ত ডিআইজি মো. বখতিয়ার আলমকে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে এবং বরিশাল মহানগরের অতিরিক্ত কমিশনার মো. সায়েদুর রহমানকে ঢাকার পিবিআইতে বদলি করা হয়েছে।
সরদা পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফজলুর রহমাকে টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।