খেলাধুলালিড নিউজ

ভারত ৩০৫/৪, বৃষ্টির হানা

এবিএনএ : ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নামে ভারত।
৪৬.৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩০৪ রান তোলার পর বৃষ্টি এসে হানা দেয়। বৃষ্টির কারণে ম্যাচ আপতত বন্ধ রয়েছে। বৃষ্টির কারণে ভারত যদি আর মাঠে নামার সুযোগ না পায় তাহলে পাকিস্তানকে ৪৬ ওভারে করতে হবে ৩২৭ রান!

সংক্ষিপ্ত স্কোর : (বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ রয়েছে)
ভারত : ৩০৫/৪ (৪৬.৪ ওভারে)
ব্যাটিং : কোহলি ৭১*, শঙ্কর ৩*।

৩০০ রান পেরিয়ে ভারত : 
৪৬ ওভারের মাথায় দলীয় ৩০০ রান স্পর্শ করে ভারত। অবশ্য মাঝে হার্দিক পান্ডিয়া ও মাহেন্দ্র সিং ধোনির উইকেট হারিয়েছে তারা। পান্ডিয়া ১৯ বলে ২৬ রান করে গেলেও ধোনি ১ রানের বেশি করতে পারেননি। দুটি উইকেটই নিয়েছেন মোহাম্মদ আমির।

ফিরলেন রোহিত শর্মা : 
উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নেমে অবশেষে আউট হলেন রোহিত শর্মা। হাসান আলীর করা ৩৯তম ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে ব্যক্তিগত ১৪০ রানে পৌঁছান। পরের বলে শর্ট ফাইন লেগে স্কুপ করতে গিয়ে ওয়াহাব রিয়াজের তালুবন্দি হন। ১১৩ বল খেলে ১৪টি চার ও ৩ ছক্কায় ১৪০ রান করে যান তিনি।

রোহিত শর্মার সেঞ্চুরি :
ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি তুলে নিয়েছেন রোহিত শর্মা। আজ পাকিস্তানের বিপক্ষে ৮৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শাদাব খানের করা ৩০তম ওভারের শেষ বলে ১ রান দিয়ে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছান তিনি। ৯টি চার ও ৩ ছক্কা হাঁকার সেঞ্চুরি করার পথে।

রাহুলকে ফেরালেন ওয়াহাব :
রোহিত শর্মার সঙ্গে ২৩.৫ ওভারে ১৩৬ রানের জুটি গড়ে ফিরেছেন লোকেশ রাহুল। ওয়াহাব রিয়াজের করা ২৪তম ওভারের পঞ্চম বলে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে আউট হন রাহুল। তার ব্যাট থেকে আসে ৫৭টি রান। ৩ চার ও ২ ছক্কায় এই রান করেছেন তিনি।

১৮ ওভারেই শতরান :
১০ ওভারে ৫৩ রান তুললেও পরের ৮ ওভারে ভারত তুলেছে ৪৮ রান। তাতে ১৮ ওভারেই শতরান পেরিয়েছে ভারত। রোহিত শর্মা তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি।

১০ ওভার শেষে ভারত :৫৩/০
প্রথম দশ ওভারে ভারতের উদ্বোধনী জুটি তুলেছে ৫৩ রান। তার মধ্যে রোহিত শর্মা করেছেন ৩৭ রান। আর লোকেশ রাহুল করেছেন ১৪ রান।

ভারতের একাদশে  ইনজুরিতে পড়া শিখর ধাওয়ানের পরিবর্তে এসেছেন পেস অলরাউন্ডার বিজয় শঙ্কর। পাকিস্তানের একাদশে এসেছেন দুই স্পিনার ইমাদ ওয়াসিম ও শাদাব খান। বাদ পড়েছেন আসিফ আলী ও শাহীন শাহ আফ্রিদি।

ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ চাহাল, জাসপ্রিত বুমরাহ।

পাকিস্তান একাদশ: ইমাম উল হোক, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, হাসান আলী, মোহাম্মদ আমির।

Share this content:

Related Articles

Back to top button