এ বি এন এ : বলিউড কিং শাহরুখ অভিনীত রইস সিনেমায় একটি আইটেম গানে কোমর দুলিয়েছেন বলিউড সেনশেন সানি লিওন।
তবে গুঞ্জন উঠেছে পাকিস্তানে গানটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সেন্সর বোর্ড। কী কারণে নিষিদ্ধ হচ্ছে সে বিষয়টিও পরিস্কার নয়। গুঞ্জন জোরালো হলেও এখনো এ বিষয়ে সেন্সর বোর্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
আশির দশকে বলিউডের কোরবানি সিনেমার ‘লায়রা ও লায়লা’ গানের রিমেক এ গান। কোরবানি সিনেমায় এ গানটিতে দেখা গিয়েছিল অভিনেত্রী জিনাত আমানকে। রইস সিনেমায় ‘লায়লা ও লায়লা’ গানটি পরিচালনা করছেন রাম সম্পদ।
রাহুল দোলাকিয়া পরিচালিত রইস সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান, মাহিরা খান, ফারহান আখতার এবং নওয়াজউদ্দিন সিদ্দীকিসহ অনেকে। এ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে পাকিস্তানি ভিডিও জকি মাহিরার। সিনেমাটি প্রযোজনা করছেন রিতেশ সিদ্ধানি, ফারহান আখতার এবং গৌড়ি খান। ২০১৭ সালের ২৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি।