আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ
‘আদালতের রায়ে কাউন্সিলর নজরুলের স্ত্রীর সন্তোষ’

এবিএনএ : নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায়ে সন্তোস প্রকাশ করেছেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। আজ সোমবার সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের দেয়া রায়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ সন্তোস প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, আমরা রায়ে সন্তোস প্রকাশ করছি। তবে সাজা দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি।
মামলার ৩৫ আসামির মধ্যে কারাগারে আটক ২৩ আসামিকে আদালতে হাজির করে সাবেক কাউন্সিলর নূর হোসেন ও সাবেক তিন র্যাব কর্মকর্তাসহ ২৬ জনের ফাঁসি ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ সোমবার সকাল ১০টার দিকে এ রায় ঘোষণা করা হয়।
Share this content: