এ বি এন এ : আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, যুক্তরাজ্যে পালিয়ে থাকা দুই যুদ্ধাপরাধীকে বাংলাদেশে ফিরিয়ে আনতে দেশটির সঙ্গে শিগগিরই আলোচনা শুরু হবে।
তিন দিনের সফরে বাংলাদেশে আসা যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ররি স্টুয়ার্টের সঙ্গে রবিবার সচিবালয়ে বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
আনিসুল হক বলেন, ‘দুজন যুদ্ধাপরাধী যাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজা দিয়েছে যুক্তরাজ্যে আছে। আমি আজকে উনাকে অনুরোধ করেছি আমাদের এই যুদ্ধাপরাধীকে ফেরত আনার ব্যাপারে আমাদের বোধহয় এখন সময় হয়েছে আলাপ-আলোচনা করার। তারা আমাকে বলেছেন, সেই ব্যাপারে আলোচনা করতে আগ্রহী এবং সেই আলোচনা খুব শিগগিরই শুরু হবে।’