এবিএনএ : ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী এমপি বুধবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
বাংলাদেশ বিষয়ক দূত নিযুক্ত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী রুশনারা আলীকে শুভেচ্ছা জানান এবং তার উপস্থিতিতে ঢাকা থেকে পায়রা সমুদ্রবন্দর পর্যন্ত রেললাইন নির্মাণে বাংলাদেশ রেলওয়ে ও ডিপি রেল লিমিটেড, ইউকে-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। ঢাকা থেকে পায়রাবন্দর পর্যন্ত মোট ২৪০ কিলোমিটার রেল লাইন নির্মাণ করবে ব্রিটিশ কোম্পানি ডিপি রেল লিমিটেড। সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ঢাকা থেকে লন্ডন সরাসরি কার্গো পরিচালনায় ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারে রুশনারা আলীকে ভূমিকা রাখার আহ্বান জানান।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী এক সপ্তাহের সফরে ১৭ ডিসেম্বর ঢাকা এসেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ রাজনীতিক বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পর্যালোচনা ও আরো গভীর করার উদ্যোগ নেবেন। উল্লেখ্য, যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী দেশ। বাণিজ্য দূত হিসাবে এই প্রথম রুশনারা আলী সফর করছেন।