জাতীয়বাংলাদেশলিড নিউজ

পদ্মা সেতুতে প্রথম টোল দিলেন প্রধানমন্ত্রী

এবিএনএ: স্বপ্নের পদ্মা সেতুতে প্রথম টোল দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে মূল অনুষ্ঠান শেষে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে যাওয়ার সময় তিনি টোল প্রদান করেন।

শনিবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর মূল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন সরকার প্রধান। সকাল ১০টায় শুরু হয় এই অনুষ্ঠান। ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সকাল সাড়ে ৯টায় হেলিকপ্টারে করে মাওয়ায় পৌঁছে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে পদ্মা সেতুর মূল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব।

Share this content:

Back to top button