আইন ও আদালতজাতীয়বাংলাদেশলিড নিউজ

পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

এবিএনএ: শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন। আজ শনিবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে আইন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা যায়। জানা যায়, ওবায়দুল হাসানের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ নিয়ে কাজ করছেন। কিছুক্ষণের মধ্যে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হবে।

এদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ফেসবুক লাইভে বলেছেন, প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে এসেছে। এটি যথাযথ পদক্ষেপের জন্য দ্রুত রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর ১টার মধ্যে পদত্যাগের এ আলটিমেটাম দেন। পরে ফুলকোর্ট সভা স্থগিত করা হয়। এরপর পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি সন্ধ্যার মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন।

Share this content:

Back to top button