জাতীয়বাংলাদেশলিড নিউজ

নড়াইলে উপন্যাসিক নিহার রঞ্জন গুপ্ত স্মৃতি সংসদের নব নির্বাচিত সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক সবুজ সুলতান

এবিএনএ : নড়াইল মনিকা একাডেমির আয়োজনে বিখ্যাত উপন্যাসিক ডাঃ নিহার রঞ্জন গুপ্তের ১০৭ তম জন্মজয়ন্তী অনুষ্ঠান শেষে ” উপন্যাসিক নিহার রঞ্জন গুপ্ত স্মৃতি সংসদ ” এর ১৭ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠন করা হয়। নড়াইল প্রেস ক্লাবের সহ সভাপতি সুলতান মাহমুদ কে সভাপতি, চিত্রশিল্পী এস,এম,আলী আজগর রাজা ও সহকারী অধ্যাপক বেলাল সানি কে সহ সভাপতি এবং নড়াইল মনিকা একাডেমির পরিচালক শিল্পী এম, সবুজ সুলতান কে সাধারণ সম্পাদক, সাংবাদিক ঋদ্ধি আজগর ঝিলিক সহ- সাধারণ সম্পাদক, প্রভাষক ও সাংবাদিক ফরহাদ খান সাংগঠনিক সম্পাদক, ফারজিন আহমেদ সহ-সাংগঠনিক সম্পাদক, কবি মোঃ হাদিউজ্জামান হৃদয় অর্থ ও দপ্তর সম্পাদক, চিত্রশিল্পী ও সিনিয়র শিক্ষক নারায়ণ চন্দ্র বিশ্বাস সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, সাংবাদিক মিলন বিশ্বাস তন্ময় প্রচার সম্পাদক, কবি মোঃ হৃদয় হোসেন সহ- প্রচার সম্পাদক, মেহেদী হাসান সৌরভ শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক এবং কার্যকারী সদস্য পদে অধ্যাপক আলমগীর হোসেন, কবি কামনা ইসলাম, কবি ও লেখক দ্বিজেন্দ্র লাল রায়, আবৃত্তিকার মোঃ মোছাব্বির হোসেন মোরাদ ও নড়াইল মনিকা একাডেমির সহ-পরিচালক মনিকা আক্তার লতা কে মনোনীত করা হয়।

Share this content:

Related Articles

Back to top button