এবিএনএ : মার্কিন টিভি তারকা কিম কারদাশিয়ান প্রথম আলোচনায় আসেন ২০০৩-০৪ সালের দিকে, যখন সাবেক প্রেমিক রেই জের সঙ্গে তার সেক্স টেপ ফাঁস হয়ে যায়। ইয়ান হালপেরিন নামে এক লেখকের দাবী, কিম এবং তার মা ক্রিস জেনার পরিকল্পনা করেই টেপটি প্রকাশ করেন।
সে সময় অবশ্য ভিডিও টেপটির বিপনন প্রতিষ্ঠান ভিভিড এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে মামলাও করেছিলেন কিম। তবে এসব কিছুর বিরুদ্ধেই প্রশ্ন তুলেছেন হালপেরিন তার ‘কারদাশিয়ান ডায়নেস্টি: দ্য কন্ট্রোভারশিয়াল রাইজ অফ আমেরিকাস রয়াল ফ্যামিলি’ বইটিতে। তার মতে এসবই ছিল বড় এক পরিকল্পনার অংশ।
সাংবাদিক এবং লেখক হালপেরিন একটি যৌনতানির্ভর চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠানের এক সূত্রের বরাত দিয়ে বলছেন, “কিম এবং প্যারিস হিলটনের এক বন্ধু তাকে পরামর্শ দিয়েছিলেন, যদি তিনি খ্যাতির স্বাদ পেতে চান তবে সেক্স টেপই তাকে সবচেয়ে বেশি সাহায্য করবে।” এরপরই কিম তার পরিবারের সঙ্গে এই সেক্স টেপ নির্মাণের ব্যাপারে কথা বলেন। তবে সব কিছুর মূল হোতা ছিলেন কিমের মা ক্রিস। হালপেরিন বলছেন, “পুরো বিষয়টির নিয়ন্ত্রণ ছিল কিমের মা ক্রিসের হাতে এবং তার জন্যই এই টেপটি সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।”
ভিভিড এন্টারটেইনমেন্টও এক বিবৃতিতে জানায়, “কোনো সেক্স টেপ বিপণনের জন্য দু পক্ষেরই সম্মতি থাকার প্রয়োজন রয়েছে।”
এসব দাবীকে অবশ্য ভ্রান্ত বলেই দাবী করছে কারদাশিয়ান পরিবার।