আন্তর্জাতিকলিড নিউজ

ভারতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত

এবিএনএ : এবার ভারতে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করেছে দেশটির সরকার। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ খবর জানান ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে জানানো হয়, ‘উহান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাসের সন্ধান মিলেছে কেরালায়।’ ওই রোগীকে হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। তে আরও বলা হয়, ‘রোগীর অবস্থা স্থিতিশীল আছে এবং তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ওই রোগীর অবস্থা স্থিতিশীল। কেরালায় ৪০০ জনেরও বেশি মানুষকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভারতের বিভিন্ন বিমানবন্দরে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার যাত্রীকে পরীক্ষা করেছে দেশটির কর্তৃপক্ষ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, ১ জানুয়ারির পরে যারা চীন থেকে এসেছেন, তাদের মধ্যে কারও ক্ষেত্রে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা গেলে দ্রুত নিকবটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে। প্রসঙ্গত, এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলি হল জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্ট। গত বছরের ডিসেম্বর উহানে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরপর চীনের সীমানা পেরিয়ে এই ভাইরাস রাজধানী বেইজিং, সাংহাই, ম্যাকাও ও হংকংয়ের বাইরে বিশ্বের ১৯টি দেশে ছড়িয়ে পড়েছে। চীনের বাইরে ৯১ জনের দেহে নভেল করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে চীনের বাইরে এ ভাইরাসে কারও মৃত্যুর তথ্য এখন পর্যন্ত আসেনি।

এ পর্যন্ত চীন, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, হংকং, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং তাইওয়ানে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এই ভাইরাসের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত চীনে ১৭০ জনের মৃত্যু হয়েছে ও আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৭১ জন।

Share this content:

Back to top button