নিউজার্সি চ্যাপ্টারের নতুন কমিটি গঠিত

এবিএনএ: বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান ক্লাব অব ইউএসএর নিউজার্সি চ্যাপ্টারের নতুন কমিটি গঠন করা হয়েছে। আটলান্টিক সিটিতে ১৩ আগস্ট স্থানীয় একটি রেস্টুরেন্টে রাত সাড়ে আটটায় বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান ক্লাব অব ইউএসএর নিউজার্সি চ্যাপ্টারের নতুন কমিটি গঠন ও তাঁদের পরিচিতি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খালিদ ইসলাম। সঞ্চালনা করেন সম্পাদক সুমন মজুমদার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপাবলিকান দলীয় অ্যাসেম্বলিম্যান প্রার্থী ফিল গুয়েনথার, জন রিসলি জুনিয়র, কাউন্সিলর প্রার্থী শ্যারন জাফিয়া প্রমুখ।
সভায় নতুন কমিটির নাম ঘোষণা করেন খালিদ ইসলাম ও সুমন মজুমদার। নতুন কমিটির সভাপতি হিসেবে ফারুক তালুকদার ও সাধারণ সম্পাদক হিসেবে আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সী‘র চেয়ারম্যান শেখ শওকত আলী শিমুলসহ সংগঠনের অন্য সদস্যদের নাম ঘোষণা করা হয়। পরে তাঁদের সুধীজনদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
সভায় সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ফারুক তালুকদার, শেখ শওকত আলী শিমুল, রওশন উদ্দীন প্রমুখ। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Share this content: