এবিএনএ : ‘ফিনপিক টয়লেট ক্লিনার’ শিরোনামে নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন লাক্স তারকা জনপ্রিয় মডেল, উপস্থাপিকা আমব্রিন। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আলম আসাদ মিন্টু।
সম্প্রতি রাজধানীর উত্তরা ও পিংকসিটিতে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়। বেশ কিছুদিন পর নতুন চমক নিয়ে বিজ্ঞাপনটিতে হাজির হলেন বিপিএল গার্ল আমব্রিন।
নতুন বিজ্ঞাপনের বিষয়ে আমব্রিন বলেন, ‘বিজ্ঞাপনের কনসেপ্টটি জানার পর খুব ভালো লেগেছে। তাছাড়া নির্মাতা মিন্টু ভাইয়ের নির্দেশনায় এর আগে একটি একই কোম্পানির ফিন ওয়াশিং পাউডারের বিজ্ঞাপনে কাজ করেছিলাম। সেটি বেশ আলোচনায় এসেছিলো। আশা করছি এবারে ফিনপিকের বিজ্ঞাপনটিতেও ভালো কিছু হবে।’
‘ফিনপিক টয়লেট ক্লিনার’র বিজ্ঞাপনটি নিয়ে ইত্তেফাক অনলাইনকে নির্মাতা আলম আসাদ মিন্টু বলেন, নতুন এ বিজ্ঞাপনের গল্পটি অন্যরকম, দর্শকদের ভাল লাগবে। আর যে উদ্দেশ্যে বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে সেটি পূরণ হবে বলে আশা করছি। আমার আগের কাজটিও সাড়া ফেলেছিল।’
উল্লেখ্য, নতুন বিজ্ঞাপনটি গতকাল ১৪ ডিসেম্বর ইউটিউবে প্রকাশ করা হয়েছে। অ্যামব্রিন ছাড়াও এখানে আরো অভিনয় করেছেন রানা ইসলাম, কোয়েনা ও তিয়াশ।