এবিএনএ : বিশ্বজুড়ে ধর্মের নামে যে সহিংসতা চলছে, তার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। সৌদি আরবে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সালের জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদের উল্লম্ফন ও সহিংস চরমপন্থা মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করতে সবাইকে এক কাতারে আসতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান পররাষ্ট্র মন্ত্রী। তিনি মুসলিম উম্মাহর কল্যাণে সাবেক সৌদি পররাষ্ট্র মন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সালের নেতৃত্বশীল ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেন।
আল-ফয়সাল স্মরণে রিয়াদের কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজ আয়োজিত সম্মেলনে যোগ দিতে বর্তমানে সৌদি আরব সফর করছেন মাহমুদ আলী। গত রবিবার সম্মেলনের উদ্বোধন করেন সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ।