বাংলাদেশরাজনীতিলিড নিউজ

জাতীয় ঐক্যের ভবিষ্যৎ অন্ধকার: শাজাহান খান

এবিএনএ: জাতীয় ঐক্যের ভবিষ্যৎ অন্ধকার বলে মনে করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। নৌমন্ত্রী বলেন, ‘ঐক্যের একটি আদর্শিক ভিত্তি থাকতে হয়। কিন্তু জাতীয় ঐক্যের নেতাদের কোনো আদর্শিক ভিত্তি নেই। এই ঐক্য হলো জগাখিচুড়ী ধরণের ঐক্য। এই ঐক্যের ভবিষ্যৎ অন্ধকার।’ ‘কত দিন এই ঐক্য থাকবে, সেই প্রশ্ন সবার মনে। এক সময় তাদের নিজেদের মধ্যে সুসর্ম্পক টিকবে না বলেও মনে করেন তিনি।’ নৌমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে জাতীয় ঐক্যের নেতারা মৌসুমি পাখির মতো ক্ষণে ক্ষণে উদিত হয়। এটা একটি খারাপ লক্ষণ। কারণ আগামীতে জাতীয় নির্বাচন, এই সময়ে তারা যে কাজটি করতে চাচ্ছেন, তাতে নির্বাচনি বৈতরণী পার হতে পারবে না। কারণ তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না।’ মন্ত্রী এসময় বিএনপিকে জাতীয় ঐক্যের নামে খালেজা জিয়ার মুক্তির ইস্যু খুঁজছেন বলে দাবি করেন। এসময় জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার,  মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ, সাধারণ সম্পাদক এম. আর মুর্তজাসহ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মাদারীপুর জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শণ করেন।

Share this content:

Related Articles

Back to top button