আমেরিকালিড নিউজ

রীতি ভেঙে আলাদা গাড়িতে স্টেট ইউনিয়নে ট্রাম্প-মেলানিয়া

এবিএনএ : স্টেট অব দ্য ইউনিয়নে অংশ নিয়ে গণমাধ্যম এবং মিডিয়ার মুখোমুখি হয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক পর্নো অভিনেত্রীর নাম জড়ানোর পর এই প্রথম মিডিয়ার সামনে আসলেন তিনি। তবে স্বামীর সঙ্গে নয়, রীতি ভেঙে আলাদা গাড়িতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মেলানিয়া।সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে পর্নো অভিনেত্রী স্টেফানি ক্লিফোর্ডের সঙ্গে ট্রাম্পের প্রেমের সম্পর্কের অভিযোগ ওঠে। এর পর ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার দূরত্বের গুঞ্জন শোনা যায়। গত সপ্তাহে সুইজারল্যান্ডের ডেভোসে অনুষ্ঠিত বিশ্ব ইকোনমিক ফোরামে ট্রাম্পের সঙ্গে যাওয়ার সফর বাতিল করেন মেলানিয়া। এমনকি তিনি নাকি স্বামীর ওপর ক্ষুব্ধ হয়ে ওয়াশিংটনের একটি হোটেলে বসবাসও শুরু করেন।

তবে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেন মেলানিয়া। তিনি জানান, ‘সময়সূচিতে বিপর্যয়ের’ কারণে তিনি সুইজারল্যান্ড সফরে যেতে পারেননি। আর ট্রাম্পের সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক বেশ ভালোই যাচ্ছে।  স্টেট অব ইউনিয়নে স্বামীর বক্তৃতা অনুষ্ঠানে আলাদা গাড়িতে উপস্থিতির বিষয়ে হোয়াইট হাউসের দাবি, কেবল অতিথিদের সময় দিতেই আলাদা গাড়িতে গেছেন ফার্স্ট লেডি।এ সম্পর্কে হোয়াইট হাউসের তরফ থেকে প্রেস সচিব সারাহ হুকাবে বলেন,‘অতিথিদের সময় দেওয়া এবং সরাসরি চলে যাওয়ার বাইরে মেলানিয়ার একা যাওয়ার কোনো কারণ নেই।’এর আগে অবশ্য প্রেসিডেন্ট থাকার সময়ে স্টেট অব দ্য ইউনিয়নে বক্তৃতা দেওয়ার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে স্ত্রী মিশেল ওবামা এবং জর্জ ডাব্লিউ বুশের সঙ্গে স্ত্রী লরা বুশ একই সঙ্গে গিয়েছিলেন।

Share this content:

Back to top button