আন্তর্জাতিকলিড নিউজ
বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৫, আহত ৬৩

এবিএনএ : ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন ২৫ জন। সোমবারের এই জোড়ায় হামলায় আরো অন্তত ৬৩ জন আহত হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের ফেইসবুক পেইজে খবরটি নিশ্চিত করেছে। বাগদাদের বাণিজ্যিক এলাকা এভিয়েশন স্কয়ারে হামলাটি চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আত্মঘাতী ভেস্ট পড়া দুই ব্যক্তি হামলাটি চালিয়েছে বলে জানিয়েছে তারা। তিন বছর আগে ইরাকের এক তৃতীয়াংশ এলাকা দখল করে নিয়েছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
Share this content: