আন্তর্জাতিকলিড নিউজ

দুই বিলিয়ন গাছ লাগানোর প্রতিশ্রুতি দিলেন ট্রুডো

এবিএনএ: আগামী ২১ অক্টোবর কানাডায় কেন্দ্রীয় সরকার নির্বাচন। প্রচারণা এখন তুঙ্গে। নির্বাচনের প্রাক্কালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রতিশ্রুতি দিয়েছেন, লিবারাল আবার সরকার গঠন করলে আগামী দশকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দুই বিলিয়ন গাছ লাগানোর জন্য টাকা বরাদ্দ দেওয়া হবে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মন্ট্রিয়ালে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের সঙ্গে কথা বলার সময় তিনি এই ঘোষণা দেন। ট্রুডোর এই পরিকল্পনা গত সপ্তাহ থেকে সারাদেশের বিভিন্ন গণ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

এদিকে একদল পরিবেশকর্মীদের সঙ্গে রাস্তায় নেমে মন্ট্রিয়লের জলবায়ু মিছিলে অংশ নিয়ে ট্রুডো বলেন, বনাঞ্চলের সম্প্রসারণ ও বৈচিত্র্য সাধন এবং কানাডার জুড়ে বন এবং অন্য সবুজ জায়গাগুলো ধ্বংসের হাত থেকে রক্ষা করা হবে। তিনি আরও জানান, বনকে পোকা মাকড় থেকে রক্ষা, গাছের শেকড়গুলো কার্বন ডাই অক্সাইডের ব্যাপারে গবেষকদের পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, এই পৃথিবী রক্ষার দায়িত্ব আমাদের।

Share this content:

Back to top button