জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘দুই বছরের মধ্যে বাংলাদেশ-আসাম সীমান্ত বন্ধ’

এ বি এন এ : দুই বছরের মধ্যে বাংলাদেশ-আসাম সীমান্ত বন্ধ করার ঘোষণা দিলেন ভারতের রাজ্যটির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সর্বানান্দা সনোয়াল। পিটিআইকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশের সঙ্গে আসামের সীমান্ত যেন সিল করে দেয়া হয় সেই প্রক্রিয়া শুরু করবেন তাঁর সরকার।
এখনও মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেননি তিনি। কিন্তু সাক্ষাৎকারে তিনি বলেছেন, অবৈধ অনুপ্রবেশ বন্ধ, রাজ্যের অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করা হবে। রাজ্যটিতে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি যারা মঙ্গলবার শপথ নেয়ার কথা রয়েছে।
সীমান্ত সিল করা বা অনুপ্রবেশ বন্ধ করা এবারের নির্বাচনে বিজেপির অন্যতম প্রধান ইস্যু ছিল এবং আসামে কংগ্রেস সরকার থাকাকালেই এ নিয়ে কাজ আনুষ্ঠানিকভাবেই শুরু হয়ে গেছে। তিনি যে বিপুল ভোট পেয়ে জিতেছেন তাদের খুশী করতেই এবং আরো একবার ভরসা দেবার জন্য সনোয়াল এ কথা বলেছেন বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত সিল করাই রয়েছে সেটা নেপাল-ভারতের সীমান্তের মতো উন্মুক্ত কখনোই ছিল না। সনোয়াল মূলত এ কথা দ্বারা বোঝাতে চেয়েছেন, বাংলাদেশের সঙ্গে আসামের যে সকল সীমান্তে কাঁটাতারের বেড়া নেই, সেসব জায়গায় কাঁটাতার দেয়ার ব্যবস্থা করা হবে এবং সীমান্তে নজরদারি আরো বাড়ানো হবে।

Share this content:

Back to top button