জাতীয়বাংলাদেশলিড নিউজ

রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি সম্মেলন

এবিএনএ : ধর্মীয় চেতনায় জঙ্গিবাদী তৎপরতা প্রতিরোধে রাজধানীতে শুরু হয়েছে ধর্মীয় সম্প্রীতি সম্মেলন।

দেশের সব ধর্মীয় নেতাদের নিয়ে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় রাজধানীর কৃষিবীদ ইন্সটিটিউটে এ সম্মেলনের আয়োজন শুরু হয়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত রয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মাওলানা ইব্রাহিম খলিল রাজভী, মাওলানা আতাউল্লাহ, গোলাম মাওলানা নকশিবান্দি, আর্চ বিশপ পেট্রিক ডি রোজারিও, স্বামী ধ্রুবেশান্দ মহারাজ।

অনুষ্ঠান সঞ্চালনা করছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান সরদার। এ সম্মেলনে বিভাগীয় জেলা পর্যায়ের বিভিন্ন ধর্মের হাজারের বেশি নেতা উপস্থিত রয়েছেন।

Share this content:

Back to top button