এবিএনএ : ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ করতে নেমে পুলিশের হাতে আটক হলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, আটক করা হয়েছে দিল্লির মন্ত্রিসভার আরেক সদস্য কপিল মিশ্রকেও। মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবারই দিল্লির যন্তরমন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত মিছিল করেন মণীশ, কপিলরা, সঙ্গে ছিলেন আম আদমি পার্টি (আপ)-এর অন্যান্য নেতা ও কর্মী-সমর্থকরা। সেসময়ই দিল্লি পুলিশ তাকে আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যায়। পরে অবশ্য তাদের ছেড়েও দেওয়া হয়। পরে দিল্লির ডেপুটি কমিশনার যতীন নারওয়াল জানান, ‘মণীশ সিসোদিয়াসহ আপ’র কয়েকজন নেতা ও সমর্থকদের আটক করা হয়েছে’। পুলিশ সূত্রে খবর মিছিল করে সংসদ পর্যন্ত গিয়ে মণীশের নেতৃত্বে সংসদ ঘেরাওয়ের পরিকল্পনা ছিল আপ’র। আর সেই কারণেই তাকে আটক করা হয়েছে।