বরিস জনসন- সুচি সাক্ষাত

এবিএনএ : রাখাইনের সর্বশেষ পরিস্থিতি ও রোহিঙ্গাদের প্রত্যাবর্তন প্রক্রিয়া নিয়ে মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে সাক্ষাত করেছেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। মিয়ানমারের রাজধানী ন্যাপিডতে রোববার এ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে জানানো হয়েছে, ওই আলোচনা হয়েছে উন্মুক্ত ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবে ওই বৈঠকের বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায় নি। বৈঠকের আগে বরিস জনসন বলেছিলেন, তিনি রাখাইনের মানুষের দুর্ভোগের ইতি টানার জন্য মিয়ানমারকে চাপ দেবেন। রাখাইন থেকে যেসব মানুষ পালিয়ে গিয়ে শরণার্থী হয়েছে তাদের নিরাপদ ও স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনের জন্য চাপ দেবেন। রাখাইনের রোহিঙ্গা সঙ্কট নিয়ে আন্তর্জাতিক তীব্র চাপের মুখে রয়েছে মিয়ানমার। এতে আন্তর্জাতিক মহলে সুচির জনপ্রিয়তা তলানিতে এসে পৌঁছেছে। এমনই এক পরিস্থিতিতে বরিস জনসন তার সঙ্গে সাক্ষাত করলেন। রোববার দিনের শেষের দিকে রাখাইন পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার।
Share this content: