এবিএনএ : থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে আজ সোমবার নতুন করে বৃষ্টি হয়েছে। এতে ইতোমধ্যেই বন্যা কবলিত অঞ্চলটির মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। ত্রাণ কর্মকর্তারা জানান, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল জুড়ে অনাকাক্ষিত বৃষ্টিপাত ও এর ফলে বন্যায় ২১ জন প্রাণ হারিয়েছে এবং প্রায় দশ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে সামুই ও ফাগানসহ থাইল্যান্ডের দ্বীপগুলোতে ছুটিতে বেড়াতে আসা পর্যটকরা বিপাকে পড়েছে।
থাইল্যান্ডের আবহাওয়া বিভাগ অব্যাহত বৃষ্টিপাতের ব্যাপারে সতর্ক করে বলেছে, ‘এর ফলে দক্ষিণাঞ্চলীয় ১০টি প্রদেশে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।’ এদিকে ত্রাণ তৎপরতায় সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে।
থাইল্যান্ডের জান্তা সরকার নাখোন সি থাম্মারাত প্রদেশে বন্যার্তদের সহায়তায় বিশেষ সরঞ্জামাদিসহ নৌকা মোতায়েন করেছে। প্রদেশটির কোন কোন এলাকায় বন্যার পানি ছাদে পৌঁছে গেছে। এখানে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।