

এবিএনএ: ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৩ মে) সকাল ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যান্য অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়।
পরবর্তী দিনের পূর্বাভাস:
-
রোববার (৪ মে): একই ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যত্র আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।
-
সোমবার (৫ মে): পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
-
মঙ্গলবার (৬ মে): রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দেশে আবহাওয়া শুষ্ক এবং তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মে মাসে এ ধরনের আবহাওয়া স্বাভাবিক এবং এটি কালবৈশাখীর সময়কাল হিসেবে পরিচিত, যেখানে হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হয়ে থাকে।